এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম সংস্কারের দাবিতে গণস্বাক্ষর অভিযান
Contact the author of the petition
এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা সমূহ-
2020-01-13 18:24:43১। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে গত কয়েক বছরের এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের বিভিন্ন পরীক্ষার ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণসমূহ উদঘাটন করা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
২। এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষক এবং পরীক্ষকগনের জন্য একটি পরিপূর্ণ, যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা।
৩। এমডি/এমএস, রেসিডেন্সি প্রোগ্রামে সংশ্লিষ্ট শিক্ষকদের একটি গ্রহণযোগ্য তালিকা প্রণয়ন এবং জৈষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পরীক্ষক নির্বাচন করা।
৪। এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামে সম্পৃক্ত সকল শিক্ষকদের কোর্স কারিকুলাম সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা।
৫। বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের সুযোগ প্রদান করা।
৬। শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি মানসম্মত পদ্ধতির মাধ্যমে শিক্ষক এবং পরীক্ষক মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করা।
৭। এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের মাধ্যমে অর্জিত এমডি/এমএস ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৮। এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম সম্পৃক্ত যে সব প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোতে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ বা পদায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
৯। এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম সম্পৃক্ত যে সব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা উপকরণ নেই, সেই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও পর্যাপ্ত পরিমাণ শিক্ষা উপকরণ সরবারহ নিশ্চিত করা।
১০। এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের ভর্তির ক্ষেত্রে পরীক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের পাশাপাশি বিষয় বাছাইয়ের সুযোগ দেয়া।
১১। এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রতি বিষয়ে আলাদা করে অপেক্ষমান তালিকা প্রকাশ করা।
১২। এমডি/এমএস, রেসিডেন্সি প্রোগ্রামের সনয়কালকে 'পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং' হিসেবে স্বীকৃতি দান করা।
১৩। এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফি, কোর্স ফি এবং ফেইজ এ ও ফেইজ বি পরীক্ষার বর্তমান ফি ৪০% হ্রাস করা।
১৪। এমডি/এমএস, রেসিডেন্সি প্রোগ্রামের রেসিডেন্টদের বর্তমান মাসিক ভাতা ৫০% বৃদ্ধি করা এবং তাদের জন্য পর্যাপ্ত আবাসনের ব্যবস্থা করা।
Jahidur Rahman